৫৪ ধারায় গ্রেপ্তার শামীম আশরাফ জামিনে মুক্ত, ফের মামলা মসিকের

Looks like you've blocked notifications!
কারাগারে নেওয়ার সময় শামীম আশরাফ। ছবি : এনটিভি

ময়মনসিংহ সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র ইকরামুল হকের বিরুদ্ধে বেনামে পোস্টার তৈরি করে অপপ্রচারের অভিযোগে গ্রেপ্তার শামীম আশরাফকে জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে তাকে আদালতে উপস্থাপন করে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে ময়মনসিংহ-৩ নম্বর আমলি আদালতের বিচারক তাজুল ইসলাম সোহাগ তার জামির মঞ্জুর করেন। শামীম গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করেন। তাকে অনেকেই উদীয়মান কবি বলে চেনেন। তবে, জামিন পেলেও ফের মামলায় পড়েছেন তিনি। মামলাটি করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)।

আদালত পরিদর্শক শফিকুল ইসলাম জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগেও মহল বিশেষের প্ররোচনায় শহরের দেয়ালে দেয়ালে মেয়র ও করপোরেশনের উন্নতিমুলক পোস্টারের ওপর নেতিবাচক পোস্টার সাঁটায় ওই মহলটি। সেসময় সিটি করপোরেশনের কর্মী ও স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। তার পর খবর পেয়ে রোববার রাত সাড়ে ৯টার দিকে শামীম আশরাফের ব্যবসাপ্রতিষ্ঠান ‘গ্রাফিতি’ যান জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন ও ছাত্রলীগের কয়েকজন নেতা। এ সময় তার কম্পিউটারে আবারও একই ধরনের পোস্টারের নমুনা দেখতে পান এবং শামীম আশরাফকে সদ্য সাবেক মেয়রের বিরুদ্ধে অপ্রচারমূলক পোস্টার তৈরির না করার অনুরোধ জানিয়ে ফেসবুকে লাইভ শুরু করা হয়।

এ ঘটনার কিছুক্ষণ পর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীম সেখানে যান। সেখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরে পুলিশ শামীম আশরাফকে আটক করে থানায় নিয়ে যায়। পরের দিন ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে শামীম আশরাফকে আদালতে উপস্থাপন করা হলে বিচারক শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে সকাল সাড়ে ১১টায় সাইবার ট্রাইব্যুনাল আদালতে শামীম আশরাফের বিরুদ্ধে মামলা করেছে মসিক। মসিকের পক্ষে মামলার বাদী হয়েছেন মসিকের প্রশাসননিক কর্মকর্তা কান্চন কুমার নন্দি। মসিকের সহকারি সচিব আমিনুল ইসলাম জাহাঙ্গীর এই খবর নিশ্চিত করেছেন।