জামিনে মুক্ত বিএনপিনেতা রবি

বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি। ছবি : এনটিভি
প্রায় নয় মাস পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি। আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে কেরানিগঞ্জ কারাগার থেকে মুক্তি লাভ করেছেন তিনি। গত সোমবার হাইকোর্ট থেকে জামিন পান বিএনপির এই নেতা।
এ সময় মহানগর বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী কারাফটকের সামনে তাকে অভ্যর্থনা জানান।
গত বছর ২৩ মে ধানমণ্ডির সিটি কলেজের সামনে থেকে গ্রেপ্তার হোন রবি। বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে ৯ বার কারাবরণ করেন তিনি। তার বিরুদ্ধে দায়ের করা হয় ১৯৩টি মামলা। তিনটি মামলায় তার সাড়ে আট বছর সাজা হয়।