অস্ত্রসহ ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ

Looks like you've blocked notifications!
নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার মো. করিম মিয়া। ছবি : এনটিভি

নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধানের পর অভিযান চালিয়ে দুটি ‌দে‌শীয় রিভলবার, অস্ত্র তৈরির সরঞ্জাম, কার্তুজসহ মো. করিম মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পু‌লিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর নিতাইগঞ্জের নোল্লাপাড়া শাহ সুজা রোড এলাকায় একটি বাড়িতে এ অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। সেখানে কবুতর পালনের আড়ালে অস্ত্র তৈরির কার্যক্রম পরিচালিত হতো বলে পুলিশ জানায়।

গ্রেপ্তার করিম মিয়া চাঁদপুরের হাইমচরের মহেষপুরের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। ৯০ দশকের দিকে তিনি এখানে আসেন এবং বোনের বাসায় থাকতেন। তিনি কবুতর পালন করতেন।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা জানান, প্রায় ১ মাস আগে থেকে আমরা এটা নজরদারিতে রাখছিলাম। আজ বিকেলে অভিযান পরিচালনা করে এগুলো উদ্ধার ও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর সাথে আর কারা জড়িত, এর ক্রেতা কারা খুঁজে বের করতে কাজ চলছে। দীর্ঘদিন ধরে তিনি হাতে তৈরি পিস্তল, রিভলবার যখন যেমন চাহিদা তৈরি করে আসছিলেন ও সাপ্লাই দেন।

পুলিশ কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারকৃত করিম মিয়াকে জিজ্ঞাসাবাদ করে তিনি এগুলোর যন্ত্রাংশ কোথা থেকে নিয়ে আসেন, কাকে কাকে অস্ত্র দেন, কারা ক্রেতা, কীভাবে বিক্রি হয়, কত টাকায় বিক্রি হয় জেনে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। আসামি স্বীকারোক্তিতে জানিয়েছেন, তার সাথে আরও একজন আছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অভিযানে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেনসহ জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা অংশ নেন।