মায়ের পরীক্ষা দিতে গিয়ে মেয়ে ধরা, লাখ টাকা জরিমানা

Looks like you've blocked notifications!
গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর রয়েল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র। ছবি : এনটিভি

মায়ের দাখিল পরীক্ষায় দিতে গিয়ে কেন্দ্রে ধরা পড়ে মেয়ে। পরে ভ্রাম্যমাণ আদালত ভুয়া ওই পরীক্ষার্থী সুমাইয়াকে (১৩) এক লাখ টাকা জরিমানা করেন। আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) আরবি দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর রয়েল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

মূল পরীক্ষার্থী খাদিজা সদর উপজেলার হরিদাসপুর গ্রামের পূর্বপাড়ার জাহাঙ্গীর শেখের স্ত্রী। তিনি লিবিয়া প্রবাসী।

হরিদাসপুর রয়েল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র সচিব আতিয়ার রাসুল হিমেল জানান, পরীক্ষা শুরুর আগে কেন্দ্রে প্রবেশের সময় গেটে শিক্ষিকা কানিজ রাফেজা প্রবেশপত্রে রঙিন ছবির স্থলে সাদা-কালো ছবি দেখতে পেলে তাঁর সন্দেহ হয়। এরপর বিষয়টি আমাকে জানান তিনি। আমি তখন বিষয়টি কেন্দ্রের ট্যাগ অফিসার জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শামীম হাসানকে জানাই। এরপর পরীক্ষা চলাকালে বেলা ১১টার দিকে আমরা যাচাই করতে কক্ষে যাই। তখন প্রবেশপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীর ছবির অমিল দেখা যায়।  এরমধ্যে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সীকে অমিলের বিষয়টি জানাই। তখন ওই পরীক্ষার্থী সু্মাইয়ার স্বাক্ষর নেওয়া হয়। প্রবেশপত্রের স্বাক্ষরের সঙ্গে ভুয়া পরীক্ষার্থীর দেওয়া স্বাক্ষরের অমিল পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সুমাইয়া তার মা খাদিজার প্রক্সি পরীক্ষা দিতে হলে এসেছে বলে স্বীকার করে এবং সে গোপালগঞ্জ শহরের শেখ হাসিনা স্কুল অ্যান্ড কলেজে সপ্তম শ্রেণিতে পড়ে বলে ম্যাজিস্ট্রেটসহ অন্যদের সামনে স্বীকার করে। পরে আসল পরীক্ষার্থী খাদিজাকে বহিষ্কার করা হয়।

পরে বেলা সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. রাসেল মুন্সী দাখিল পরীক্ষার্থী খাদিজার স্থলে তার মেয়ে সুমাইয়া খানম পরীক্ষায় অংশ নেওয়ায় তাকে এক লাখ টাকা জরিমানা করেন।

সুমাইয়ার খালু সামাদ শেখ বলেন, ‘সুমাইয়ার বাবা হরিদাশপুর গ্রামের জাহাঙ্গীর শেখ বর্তমানে লিবিয়ায় রয়েছে। তাই আমি জরিমানার এক লাখ টাকা সোনালী ব্যাংক শাখায় জমা দেই।’

ভ্রাম্যমান আদালতের বিচারক মো. রাসেল মুন্সী বলেন, ‘ভুয়া পরীক্ষার্থী হয়ে মায়ের প্রক্সি পরীক্ষা দেওয়ার অপরাধে সুমাইয়াকে এক লাখ টাকা জরিমানা করা হয়।’