এনটিভির সাংবাদিক অমিতের মা আর নেই

Looks like you've blocked notifications!

এনটিভি অনলাইনের নিউজরুম এডিটর অমিত কিশোর রাউতের মা বিউটি রাণী রাউৎ আর নেই। আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর।

বিউটি রাণী রাউৎ স্বামী অসিত রঞ্জন রাউৎ এবং এক ছেলে অমিত কিশোর রাউৎ ও এক মেয়ে পূর্ণিমা রাণী রাউৎকে নিয়ে ঢাকার সুত্রাপুর এলাকায় বসবাস করে আসছিলেন। তাঁদের গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বাঁশবাড়ি গ্রামে।

অমিত কিশোরের নিকটাত্মীয় জয় রাউৎ এনটিভি অনলাইনকে জানান, ‘আমার আন্টি এক সপ্তাহ আগে ঠান্ডাজনিত জ্বর-সর্দিতে আক্রান্ত হন। এখান থেকে নিউমোনিয়ার লক্ষণ দেখা দিলে তাকে আমরা ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। অবস্থা খারাপের দিকে গেলে চিকিৎসকরা তাঁকে আইসিইউতে শিফট করেন। সেখানেই আজ সকালে তিনি মৃত্যুবরণ করেন।’

বিউটি রানী রাউতের শেষকৃত্ব আজ ঢাকার পোস্তগোলা শ্মশানে সম্পন্ন করা হবে বলেও জানান জয় রাউৎ। বিউটি রানীর মৃত্যুতে গভীর শোক জানিয়ে তার আত্মার শান্তি কামনা করেছে এনটিভি কর্তৃপক্ষ। সেই সঙ্গে অমিত কিশোরের পরিবারের সদস্যদের প্রতিও জানিয়েছে গভীর সমবেদনা।