গাজীপুরে গাড়িচাপায় শ্রমিক নিহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর

Looks like you've blocked notifications!
গাজীপুরে গাড়িচাপায় শ্রমিক নিহতের প্রতিবাদে শনিবার সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ছবি এনটিভি

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) ময়লার গাড়ি চাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে এ ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর ও একটি গাড়িতে আগুন দেন শ্রমিকরা। নিহত পোশাক শ্রমিকের নাম মুনিরা। 

পুলিশ জানায়, শনিবার সকালে বোর্ডবাজার বড়বাড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় গাজীপুর সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়। এ ঘটনার প্রতিবাদে অন্যান্য শ্রমিকরা জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তারা কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং একটি গাড়িতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এ ছাড়া গাছা থানার পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গাজীপুরের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। তবে এখন (সকাল সাড়ে ৯টা) পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা যায়নি।’