রাজধানীতে ১২ দলীয় জোটের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

Looks like you've blocked notifications!
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে শনিবার ১২ দলীয় জোটের বিক্ষোভ মিছিল পুলিশের বাধার মুখে পড়ে। ছবি : এনটিভি

রাজধানীতে ১২ দলীয় জোটের বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশের প্রস্তুতি নিতে গেলে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জোটের নেতারা।  

প্রত্যক্ষদর্শীরা জানান, ১২ দলীয় জোটের বিক্ষোভ মিছিলের পূর্ব প্রস্তুতি জন্য সংক্ষিপ্ত সমাবেশে করতে নেতাকর্মীরা জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় আই শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ব্যানার কেড়ে নেয়। জোটের নেতাকর্মীরা ‘বয়কট ইন্ডিয়া’ লেখা ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল করতে চেয়েছিল। এ সময় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন নেতারা। এরপর নেতাকর্মীরা সেখান থেকে চলে এসে ঝটিকা মিছিল করে।

‘বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে ও লাঠিচার্জ করেছে’ এমন অভিযোগ করে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বলেন, ‘একটি বাকশাল রাষ্ট্র কায়েম করেছে সরকার। যেকোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে বাধা দিচ্ছে সরকার। সরকারের পুলিশ বাহিনী আমাদের বিক্ষোভের ফেস্টুন কেড়ে নিয়েছে। আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী ছবি তুলতে গেলে তাদের ফোন কেড়ে নেয়। এমনকি, বাধার মুখে চলে আসার সময় পেছনের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ।’  

জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘আজকে আমরা বিক্ষোভ মিছিলপূর্ব  সমাবেশ করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের ব্যানার ছিনিয়ে নিয়েছে, হুমকি দিয়েছে। আজকে মানুষের কথা বলার কোনো অধিকার নেই। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না।’

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, বাংলাদেশ কল্যাণ পার্টির একাংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, বাংলাদেশ এলডিপির মো. ফরিদ উদ্দিন, আব্দুল হাই নোমান, যুব জাগপার নজরুল ইসলাম বাবলুসহ অন্যান্যরা। কর্মসূচির শুরুতে ১২ দলীয় জোটের প্রধান ও  জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার ও মহাসচিব আহসান হাবীব লিংকন উপস্থিত ছিলেন।