নাগরিক প্রত্যাশা পূরণে ঝালকাঠিতে তারুণ্যের মেলা

Looks like you've blocked notifications!

‘আমিও জিততে চাই’ক্যাম্পেইনের আওতায় নাগরিক সমস্যা সমাধানে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী তারুণ্যের মেলা। আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উদ্বোধন বিদ্যালয় চত্বরে তরুণদের জন্য মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) এ মেলার আয়োজন করে।

মেলায় তরুণদের উপস্থাপনায় ফুটে ওঠে ঝালকাঠি পৌরসভার নাগরিক সমস্যা। এসব সমস্যা সমাধানে নানা উদ্যোগ গ্রহণ করা হয়।

তারুণ্যের মেলার আয়োজকরা জানান, ঝালকাঠি পৌরসভায় নাগরিকদের নানা সমস্যা চিহ্নিত করে, তা সমাধানে কর্তৃপক্ষকে উদ্বুদ্ধ করাই তাদের লক্ষ্য। নারীদের জন্য শহরে পাবলিক টয়লেট, ব্রেস্টফিডিং কর্নার, নিরাপদ সড়ক, বিনোদনের ব্যবস্থা ও সকালে হাঁটার জন্য নির্ধারিত স্থান নির্ধারণ করে দেওয়া দাবি করেন তরুণরা।

এ সংক্রান্ত বিষয়ের ওপর মেলায় বক্তৃতা ভিডিও প্রতিযোগিতা, মঞ্চ অভিনয়, কুইজ প্রতিযোগিতা, সেলফি বুথ, সেলফি ভিডিও ৩৬০ ডিগ্রি, সেরা ফেসবুক পোস্ট, সেরা পোস্ট ক্যাপশন ও সেরা প্রোফাইলফটো বিজয়ীদের জন্য শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

ইউএসএআইডির অর্থায়নে, এসপিএল প্রকল্পের আওতায় মেলায় সহযোগিতা করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। তরুণদের নাগরিক প্রত্যাশা তুলে ধরে তাদেরকে নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন করতে এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডেপুটি ডিরেক্টর দিপু হাফিজুর রহমান।

ঝালকাঠি জেলার প্রধান রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের সমন্বয়ে নাগরিক সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে অ্যাডভোকেসি করার লক্ষ্যে গঠিত হয় এমএএফ। এমএএফ ঝালকাঠি জেলার বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে কাজ করে চলেছে।