গজারিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নারী নিহত

Looks like you've blocked notifications!
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নিহত পথচারী সীমা আক্তার। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। এর আগে গত ৫ ফেব্রুয়ারি এই সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় পাঁচ বছরের এক শিশু মারা যায়।

নিহতের নাম সীমা আক্তার (২৮)। সে গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের টেংগারচর গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল গাফফার মিয়ার মেয়ে বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলা সড়কের গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সামনে দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন পথচারী সীমা আক্তার। স্থানীয়রা আহত সীমা আক্তারকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রিয়াদ হোসেন বলেন, নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আমরা ঘাতক অটোরিকশাটি শনাক্তের চেষ্টা করছি।

উল্লেখ্য, এই উপজেলা সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের অদক্ষতার কারণে প্রায়ই সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটে। এর আগে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি গজারিয়া উপজেলা সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নুসরাত জাহান নামে পাঁচ বছরের এক শিশু নিহত হয়।