বিল থেকে কৃষকের মরদেহ উদ্ধার

Looks like you've blocked notifications!
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : এনটিভি

চট্টগ্রামের সাতকানিয়ার বিলে এক কৃষকের মরদেহ পাওয়া গেছে। স্থানীয় লোকজন তাঁকে জীবিত ভেবে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান। আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

ওই কৃষকের নাম আব্দুল আজিজ (৪০)। খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ হাসপাতাল থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করে। সাতকানিয়া থানার ভারপ্রপাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের পক্ষ থেকে আব্দুল আজিজকে পূর্ব শত্রুতার জের ধরে হত্যা করা হয়েছে বলে দাবি করা হলেও পুলিশ বলছে, মরদেহে আঘাতের কোনো চিহ্ন নেই। তারপরও মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন আসার পর হত্যা না স্বাভাবিক মৃত্যু তা জানা যাবে।

জানা যায়, নলুয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মৌলভীপাড়ার আব্দুল মজিদের ছেলে আব্দুল  আজিজ প্রতিদিনের ন্যায় আজ সকাল সাড়ে ৭টায় তালতল এলাকার পূর্বপাশে নিজের ধানক্ষেত পরিচর্যা করার জন্য যান। এরপর সকাল ৯টার সময় স্থানীয় রহিম নামের এক লোক আজিজকে মুমুর্ষ অবস্থায় দেখে স্থানীয় লোকজনকে খবর দেন। খবর পেয়ে আজিজের ভাই আনোয়ার ও চাচাতো ভাই বেলাল ঘটনাস্থলে গিয়ে আজিজকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবু সাদাত বলেন, আজিজ নামের এক লোককে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। তার ডান পায়ে একটি ছোট ক্ষত চিহ্ন রয়েছে।

সাতকানিয়া থানার ওসি বলেন, খবর পেয়ে আমরা কৃষক আজিজের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের  জন্য পাঠিয়েছি। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু, তা প্রতিবেদন এলেই জানা যাবে।