ময়মনসিংহে তিনটি ক্লি‌নিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

Looks like you've blocked notifications!
ময়মনসিংহে তিনটি ক্লি‌নিক ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : এনটিভি

ময়মনসিংহে তিনটি ক্লি‌নিক ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপু‌রে জেলা শহ‌রের চরপাড়া এলাকায় বিভিন্ন ক্লি‌নিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভি‌যান পরিচালনা করা হয়।

স্বাস্থ‌্য মন্ত্রণাল‌য়ের নি‌র্দেশনা বাস্তবায়‌নের লক্ষ্যে জেলা সি‌ভিল সার্জন অফিস ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভি‌যান পরিচালনা করে।

এ সময় ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট, ক্যাটাগরি অনুয়ায়ী সরকার নির্ধারিত ফির অধিক রাখায় ৫০ হাজার টাকা, ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার, মেডিকেয়ার কম্পিউটারাইজড প্যাথলজিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম ও স্বাস্থ্য বিভাগের এমওডি ডিডিসি তোবাইউল জান্নাত লিমাত উপস্থিত ছিলেন।

এ সময় বেসরকারি ক্লি‌নিক ও ডায়াগনস্টিক সেন্টা‌রের তথ‌্য প্রদানকারী কর্মকর্তার নাম ও তাঁর ছ‌বি এবং হাসপাতাল বা ক্লি‌নি‌কের নিবন্ধ‌নের ফটোক‌পি টানা‌নোসহ সরকারি নিয়ম-নী‌তি অনুসর‌ণের নি‌র্দেশনা দেওয়া হয়। সরকারের এই নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক।