স্বেচ্ছাসেবক লীগনেতার হাত কাটার বিচার দাবিতে মানববন্ধন

Looks like you've blocked notifications!
কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলা স্বেচ্ছাসেবক লীগনেতা নয়নের দুই হাত কেটে বিচ্ছিন্ন করার বিচার দাবিতে মানববন্ধন। ছবি : এনটিভি

সন্ত্রাসী হামলা চালিয়ে স্বেচ্ছাসেবক লীগনেতার দুই হাত কেটে বিচ্ছিন্ন করার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে। তিনি কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রফিকুল ইসলাম নয়ন।

আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) কটিয়াদী উপজেলাবাসীর ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে রফিকুল ইসলাম নয়নের স্বজনদের মধ্যে বক্তব্য দেন তাঁর বাবা উপজেলার ধুলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মিয়া, চাচা মো. লিটন ও চাচাতো ভাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি রাসেল কবীর প্রমুখ।

আরও বক্তব্য দেন সিঙ্গাপুর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, কটিয়াদী পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জগলুল হোসেন ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ শাখাওয়াত হোসেন টিপু।

বক্তারা রফিকুল ইসলাম নয়নের দুই হাত ধারালো অস্ত্র দিয়ে কেটে সম্পূর্ণ বিচ্ছিন্ন করার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয় এবং জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।

গত ১ ফেব্রুয়ারি উপজেলার গচিহাটা কাছারিপাড়া এলাকায় ৮ থেকে ১০ দুর্বৃত্ত রফিকুল ইসলাম নয়নের উপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে এবং মাথা, ঘাড়, পিঠ, বুক ও পাসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এ ঘটনায় আহত নয়নের ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে ১৯ জনকে আসামি করে কটিয়াদী থানায় একটি মামলা করেন।