সিলেটে চলছে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

Looks like you've blocked notifications!

গ্যাসের সংকট নিরসনসহ পাঁচ দফা দাবিতে সিলেট জেলায় আজ সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন পরিবহণ শ্রমিকরা। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। এতে তৈরি হয়েছে ব্যাপক জনভোগান্তি। এদিন দুপুর ২টা পর্যন্ত এই আন্দোলনের কোনো সমাধান আসেনি। দাবি আদায়ে অনড় অবস্থানে রয়েছেন পরিবহণ শ্রমিকরা।

সিলেট কদমতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, নরসিংদী থেকে ৪০ জনের একটি দল হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে তিন দিন আগে সিলেট আসেন। আজ সকালে তাদের ফেরার কথা ছিল। কিন্তু সকালে সিলেটের কদমতলী বাস টার্মিনালে এসে তাদের পড়তে হয়েছে ধর্মঘটের ফাঁদে। শুধু সাধারণ যাত্রীরা নন, এসএসসি পরীক্ষার দিন হওয়ায় যানবাহণ সংকটে পরীক্ষার্থীদের কেন্দ্রে নিয়ে আসতে ব্যাপক বেগ পেতে হয়েছে অভিভাবকদের। দিতে হয়েছে বাড়তি ভাড়াও।

একইসঙ্গে সিলেটের পরিবহণ খাতের নেতারা বিভিন্ন সড়ক দুর্ঘটনার মামলায় আটকদের নিঃশর্ত জামিন দাবি করেছেন। আজ বুধবার বিকেলে এ নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

পরিবহণ নেতারা বলেন, সিলেটে বর্তমানে গ্যাসের তীব্র সংকট চলছে। প্রতিদিন বিভিন্ন ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে গ্যাস পাচ্ছেন না পরিবহন শ্রমিকরা। গত কয়েক বছরে গ্যাসের সংকট সমাধানের লক্ষ্যে সিলেট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, স্থানীয় মন্ত্রী ও এমপিদের কাছে বারবার ধরনা দিয়েও সমাধান মিলছে না। বেশ কয়েকবার আন্দোলনও করা হয়েছে। কিন্তু অবস্থা তথৈবচ। ফলে বাধ্য হয়েই তারা এবার কঠোর আন্দোলনের পথ বেছে নিয়েছেন।

এ ছাড়া সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের অভিযোগ, বিভিন্ন সময় বিভিন্ন মামলায় শ্রমিকদের জড়িয়ে হয়রানি করে যাচ্ছে প্রশাসনের কিছু কর্মকর্তা। আসব মামলায় আটকদের মুক্তির দাবিসহ পাঁচ দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন সিলেটের পরিবহণ শ্রমিকরা।

সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন বলেন, ‘সিলেটে বর্তমানে গ্যাসের তীব্র সংকট চলছে। প্রতিদিন বিভিন্ন সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও গ্যাস পাচ্ছে না পরিবহণ শ্রমিকরা। গ্যাস সংকট সমাধানের লক্ষ্যে সিলেট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, স্থানীয় মন্ত্রী ও এমপিদের কাছে বারবার ধরনা দিয়েও সমাধান মিলছে না।

জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম বলেন, ‘তেল-গ্যাসে ভরপুর সিলেট। অথচ সিলেটবাসীকে বঞ্চিত করা হচ্ছে এ সম্পদ থেকে। এই সমস্যার স্থায়ী সমাধান ও বিভিন্ন সময় গাড়ি পুড়ানো মামলায় শ্রমিকদের জড়িয়ে হয়রানি করাসহ পাঁচ দাবিতে বুধবার ভোর থেকে সিলেট জেলায় পরিবহণ শ্রমিকরা অনিদিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন। প্রয়োজনে পুরো বিভাগ অচল করে দেওয়া হবে।’