নীলফামারীর চারটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ 

Looks like you've blocked notifications!
নীলফামারীর ডোমার উপজেলায় ডায়াগনস্টিক সেন্টারে উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযান। ছবি : এনটিভি

লাইসেন্স না থাকায় নীলফামারীর ডোমার উপজেলায় চারটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী ডায়াগনস্টিক সেন্টারগুলোতে উপস্থিত থেকে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেন।

এ সময় উপজেলা স্যানিটারি কর্মকর্তা আল-আমীন রহমান উপস্থিত ছিলেন। 

ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো আনছার আলী ডায়াগনস্টিক সেন্টার, স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার, ট্রাস্ট ডায়াগনস্টিক সেন্টার ও নিউলাইফ ডায়াগনস্টিক সেন্টার। 

ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী বলেন, অনুমোদনহীন সব বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হবে।