নির্বাচনে অনিয়ম হলেই ভোট বন্ধ : ইসি আলমগীর
আসন্ন ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে অনিয়ম হলেই ভোট বন্ধ হয়ে যাবে বলে ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের সভাকক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক এক মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এ ঘোষণা দেন।
নির্বাচন ব্যবস্থা বিষয়ে ইসি মো আলমগীর বলেন, নির্বাচনি ব্যবস্থা ডিজিটাইজেশন করা হবে, বাদ দেওয়া হবে সব ম্যানুয়েল পদ্ধতি।
এদিকে জামালপুর সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিন্নাত সামসুন্নাহার রুমা মসিক নির্বাচনে একজন মেয়র ও কাউন্সিলরের পক্ষে নির্বাচনি প্রচারে অংশ নেওয়াকে তিনি বেআইনি বলেন। তাঁর বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন তিনি।
এ সভায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ রিটার্নিং অফিসার, সহকারী রিটানিং অফিসার, নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা যোগ দেন। সভা শেষে দুপুর ১২টায় তারেক স্মৃতি অডিটোরিয়ামে আসন্ন মসিক নির্বাচন উপলক্ষে মেয়র ও কাউন্সিলদের সঙ্গে মতবিনিময় করেন ইসি আলমগীর।
এ সময় ইসি মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের বক্তব্য শোনেন এবং জবাব দেন । ইসি আলমগীর বলেন, ‘সিটি করপোরেশনসহ বিভিন্ন নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ করা হয়েছে। তবে কোথাও কোনো সমস্যা হয়নি। প্রার্থীদের জনগণের কাছে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কারো প্রতি পক্ষপাতমূলক আচরণ করা হবে না। সব প্রার্থী আমাদের কাছে সমান। জনগণ যাকে ভোট দিবে তাকেই আমরা বিজয়ী ঘোষণা করব।’
ইসির সঙ্গে মতবিনিময় শেষে মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
মেয়র পদপ্রার্থী ইকরামুল হক টিটু বলেন, নির্বাচন সুষ্ঠু হবে তবে ইভিএমে ভোটদানের বিষয়ে জনগণের মধ্যে আরও প্রচারের অনুরোধ করা হয়েছে কমিশনকে।
এহতেশামুল আলম ও সাদেকুল হক খান টজু মিল্কি বলেন, নির্বাচন সুষ্ঠু হবে। জনগণ নির্বাচনের জন্য তৈরি। তারা ভালো মানুষকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন।
কাউন্সিলর পদপ্রার্থী রোকসানা পারভীন কাজল বলেন, জাতীয় নির্বাচন যেহেতু ব্যালটে হয়েছে সিটির নির্বাচনও ব্যালটে হলে ভালো হতো। না হলে ভোট উল্টাপাল্টা হতে পারে।
অনুষ্ঠানে বিভাগীয় ও জেলা প্রশাসন, রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।