১০ ঘণ্টা পর সিলেটে পরিবহণ ধর্মঘট স্থগিত

Looks like you've blocked notifications!
সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা। ছবি : এনটিভি

১০ ঘণ্টা পর সিলেটে পাঁচ দফা দাবিতে ডাকা পরিবহণ ধর্মঘট স্থগিত করেছে সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদ। আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক শেষে ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেয় তারা।

বৈঠকে জেলা প্রশাসক শেখ রাসেল হাসান ও সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে পরিবহণ শ্রমিকদের দাবি-দাওয়া বিবেচনার আশ্বাস দেওয়া হয়।

এর আগে আজ ভোর ৬টা থেকে পরিবহণ ধর্মঘট শুরু হলে ব্যাপক ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। অনেকেই বাস টার্মিনালগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন। এ ছাড়া এসএসসি পরীক্ষার দিন হওয়ায় পরীক্ষার্থীদের নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে দুর্ভোগে পড়েন অভিভাবকরা।