পিলখানায় বিস্ফোরক আইনের মামলা নিষ্পত্তির জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন
পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রধানমন্ত্রী বরাবর মানবিক আবেদন করেছে কারাবন্দি বর্ডার গার্ড বাংলাদেশ (বিডিআর) সদস্যদের পরিবার। আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছেও এই মানবিক আবেদন জমা দেন কারাবন্দি বিডিআর সদস্য পরিবারের সদস্যরা।
এ সময় জেলা প্রশাসকের কাছে তাদের ১৫ বছরের কষ্ট, দুর্দশা এবং অনিশ্চিত ভবিষ্যতের কথা তুলে ধরেন কারাবন্দি বিডিআর সদস্য আল আমিন ও হাবিবুর রহমানের পরিবারের সদস্যরা।
এ সময় জেলা প্রশাসক আবু জাফর রিপন আসন্ন জেলা প্রশাসক সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়টি তুলে ধরবেন বলে তাঁদের আশ্বস্ত করেন।
এর আগে প্রায় ৪৫টি জেলায় একসঙ্গে এ আবেদন করা হয়েছে।
পরিবার থেকে জানা গেছে, পিলখানায় ঘটে যাওয়া ঘটনায় তিনটি মামলার মধ্যে দুটি মামলায় খালাস পেয়েছেন বিডিয়ার সদস্যরা। কিন্তু দীর্ঘ ১৫ বছর ধরে বিস্ফোরক আইনের মামলাটি নিষ্পত্তি হয়নি। সাংবিধানিক অধিকার থাকা সত্ত্বেও জামিন না পাওয়ায় স্বজনরা ফিরে পাচ্ছে না তাঁদের। কেউ কেউ মামলা চালাতে বিক্রি করেছে ভিটে-মাটি। নিঃস্ব হয়ে পরিবারের সদস্যরা মানবেতর জীবন যাপন করছে। কোনো কূল না পেয়ে বিস্ফোরক আইনের মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য প্রধানমন্ত্রীর কাছে মানবিক আবেদন করেছে পরিবারের সদস্যরা।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় ঘটে নির্মম হত্যাকাণ্ড। এ ঘটনায় দুই বছর ১১ মাসে দুটি মামলার রায় দিয়েছেন আদালতে। বিডিআর আইনের মামলা ও ফৌজদারি আইনে হত্যা মামলায় কেউ খালাস পেয়েছেন আবার কেউ বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষ করেছেন। কিন্তু ১৫ বছর ধরে ঝুলে আছে এই বিস্ফোরক আইনের মামলাটি।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ