জেলা প্রশাসককে দর্জি শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি

Looks like you've blocked notifications!
ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ৭ দফা দাবিতে দর্জি শ্রমিক ইউনিয়নের সমাবেশ। ছবি : এনটিভি

সাত দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে ময়মনসিংহ দর্জি শ্রমিক ইউনিয়ন। এর আগে আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

দর্জি শ্রমিক ইউনিয়নের সাত দফা দাবির মধ্যে রয়েছে বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে দর্জি শ্রমিকদের মজুরি নির্ধারণ, নিয়োগপত্র-পরিচয়পত্র প্রদানসহ শ্রম আইন বাস্তবায়ন, এক মাসের মূল মজুরির সমপরিমাণ বছরে দুটি উৎসব বোনাস ইত্যাদি।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সভাপতি অ্যাডভোকেট হারুন-অর-রশিদ এবং স্মারকলিপির বক্তব্য পাঠ করেন দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবলী আকন্দ। এর আগে বেলা ১১টায় ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে দর্জি শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ  করে।

দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোখলেছুর রহমান দুলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবলী আকন্দের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সহসভাপতি ও মোটরস ওয়ার্কশপ মেকানিক্স ইউনিয়নের সভাপতি মাহবুবুর রহমান বাবুল, ট্রেড ইউনিয়ন সংঘের জেলা কমিটির সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন এবং দর্জি শ্রমিকনেতা শাহ আলম।

সমাবেশে নেতারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে দেশের অন্যান্য শ্রমজীবী মানুষের মতো দর্জি শ্রমিকরাও এক দুর্বিসহ জীবন যাপন করছে। জিনিসপত্রের অব্যাহত মূল্যস্ফীতির কারণে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তাই তাদের সংকট নিরসনে এসব দাবি বাস্তবায়ন চেয়েছেন শ্রমিক ও শ্রমিক নেতারা।