রাঙামাটি-কাপ্তাই সড়কে ট্রাক উল্টে নিহত ২

Looks like you've blocked notifications!
রাঙামাটির কাউখালী উপজেলাধীন ঘাগড়া-বড়ইছড়ি সড়কের বগাপাড়া এলাকায় ট্রাক উল্টে নিহত দুই নির্মাণ শ্রমিকের মরদেহ। ছবি : এনটিভি

রাঙামাটির কাউখালী উপজেলাধীন ঘাগড়া-বড়ইছড়ি সড়কের বগাপাড়া এলাকায় ট্রাক উল্টে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ শ্রমিক। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনাস্থলে থাকা ঘাগড়া রেস্ট হাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাবুল চাকমা। নিহত নির্মাণশ্রমিকরা হলেন সাব্বির (২৩) ও আরিফ (২২)। আহত চারজনকে রাত ১০টায় রাঙামাটি থেকে চট্টগ্রামে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য।

প্রত্যক্ষদর্শী আব্দুল জব্বার ও এসআই বাবুল চাকমা জানান, কাপ্তাই  এলাকায় ঢালাই কাজ শেষে ২৫ থেকে ৩০ জন শ্রমিক একটি মিনি ট্রাকে করে ঢালাই মিক্সার মেশিনসহ রাঙামাটি যাচ্ছিল। অতিরিক্ত গতির কারণে ঘাগড়া বড়ইছড়ি সড়কের বগাপাড়া ব্রিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এ সময় ট্রাকটিতে থাকা শ্রমিকরা ব্রিজের নিচে ছিটকে পড়ে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। মৃত্যুর সংখ্যা বাড়ার শঙ্কার কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শী কয়েকজন।

রাত সাড়ে ১০টায় কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর জানান, উদ্ধার কাজ চলছে। আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। গাড়িতে কতজন ছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।