বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

Looks like you've blocked notifications!
ধানমন্ডির ৩২ নম্বরে আজ শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী, এমপি। ছবি : এনটিভি

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পরদিনই ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী, এমপি। আজ শনিবার সকাল ১০টায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এই শ্রদ্ধা জানান তিনি।

এসময় দোহাজার পৌরসভার মেয়র লোকমান হাকিম, আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য সন্তোষ মল্লিক, কেওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান আলী, ধর্মপুরের চেয়ারম্যান নাছির উদ্দিন টিপু, সাবেক ছাত্রলীগ নেতা আবুল কালাম আজাদ, মুমিনুল ইসলাম রুবেলসহ বেশকিছু সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।  

এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী। শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। চন্দনাইশ উপজেলা ও সাতকানিয়া উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত চট্টগ্রাম-১৪ আসন থেকে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়া আওয়ামী লীগের এই প্রবীন নেতা মন্ত্রিপরিষদে যুক্ত হওয়ায় দারুন খুশি চট্টগ্রামের মানুষ।