চলতি মাসেই জ্বালানি তেলের দাম কমবে : জ্বালানি প্রতিমন্ত্রী

Looks like you've blocked notifications!
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ছবি : এনটিভি

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম কমবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যেই তেলের দাম কমবে বলে আশা করছি। এ ধরনের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে প্রজ্ঞাপন জারি করা হবে।

আজ রোববার (৩ মার্চ) সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমাসেই জ্বালানির দাম সমন্বয় করা হবে জানিয়ে নসরুল হামিদ বলেন, আমরা চাচ্ছি, প্রতি মাসে প্রাইসিংয়ের অ্যাডজাস্টমেন্ট হোক। এই মাসে যদি প্রাইসিংয়ের অ্যাডজাস্টমেন্ট শুরু করতে পারি, এতে কিছুটা জ্বালানি তেলের সাশ্রয় হবে দামের ব্যাপারে।’

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা ভবিষ্যতে যদি দেখি ওয়ার্ল্ড মার্কেটে জ্বালানির দাম কিছুটা সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে। তাহলে প্রাইস অ্যাডজাস্টমেন্ট হবে। আন্তর্জাতিক বাজারে দাম কমলে আমাদের এখানেও কমবে। আবার আন্তর্জাতিক বাজারে বাড়লে আমাদের দেশেও বাড়ানো হবে।’

প্রতিমন্ত্রী বলেন, আমাদের এখানে ডিজেল বেশি ব্যবহার হয়। কাজেই আমাদের মেইন টার্গেট হলো ডিজেলের দাম কমানো।