ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় নিহত ২

Looks like you've blocked notifications!

নীলফামারীতে আন্তনগর মিতালী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। আজ রবিবার (৩ মার্চ) দুপুরের দিকে সদর উপজেলার চওড়া ইউনিয়নের গাঠাংটারী ও সংগলশী ইউনিয়নের সূর্বণখুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের ঠাংটারী এলাকার মৃত তছির উদ্দিনের স্ত্রী আনিছা বেগম (৫৫) ও একই উপজেলার সুবর্ণখুলী এলাকার মানিক চন্দ্র রায়ের ছেলে সৌরভ রায় (২০)।

স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে পার্বতীপুর থেকে মিতালী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনটি চিলাহাটির উদ্দেশে যাচ্ছিল। এ সময় রেললাইনের পাশে লাকড়ি আনতে যাচ্ছিলেন চোখে কম দেখা ও কানে কম শোনা আনিছা বেগম। এসময় ইঞ্জিনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। 

অন্যদিকে একই ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় সূবর্ণখুলি এলাকায় শ্রবণপ্রতিবন্ধী সৌরভ রায় মারা যান। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে এলাকাবাসী জানায়।

সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।