অবৈধ কারেন্টজাল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড

Looks like you've blocked notifications!
চাঁদপুর শহরের পুরান বাজারে সুতা ও জুগি পট্টিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : এনটিভি

চাঁদপুর শহরের পুরান বাজারে সুতা ও জুগি পট্টিতে অবৈধ কারেন্ট জাল বিক্রির অপরাধে দুই সুতা ব্যবসায়ীকে মৎস্য সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৬ মার্চ) দুপুরে পুরান বাজার সুতা পট্টিতে অভিযান পরিচালনা করে এ  অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় জাটকা নিধন প্রতিরোধে অবৈধ কারেন্ট জাল বিক্রি বন্ধে অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ। অর্থদণ্ডাদেশপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন উত্তম কুমার বর্মণ (৬০) ও  সীমান্ত সরকার (২০)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে এক বস্তা অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। ডিবি পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।