কুমিল্লায় শিক্ষককে কুপিয়ে হত্যা, খুনি আটক

Looks like you've blocked notifications!
কিন্ডার গার্টেন শিক্ষক গোলাম রসূল ওরফে লিটন। ফাইল ছবি

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের নলকুড়ি গ্রামের গোলাম রসূল ওরফে লিটন (৪৮) নামে এক শিক্ষককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গোলাম রসূল স্থানীয় নূরানী কিন্ডার গার্টেনের শিক্ষক।  বুধবার (৬ মার্চ) বাদ মাগরিব উপজেলার নলকুড়ি গ্রামের নিজ বাড়িতে ছাত্রদের পড়ানোর সময় এ ঘটনা ঘটে। 

হত্যাকারী সাফায়াত আলী (৩০) একই গ্রামের শাহ আলমের ছেলে। ঘটনার পর খুনি সাফায়াত পালিয়ে যাওয়ার সময় রাত সোয়া নয়টায় সদর দক্ষিণ মডেল থানা পুলিশের হাতে আটক হয় বলে জানিয়েছেন সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন। তিনি জানান,  হত্যাকান্ডের পেছনের কারণ খুঁজতে সাফায়াতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, নলকুড়ি এলাকার মজুমদার বাড়ীর তফাজ্জল হোসেনের ছেলে গোলাম রসূল লিটন স্থানীয় নূরানী কিন্ডার গার্টেনের শিক্ষকতার সুবাদে মাগরিবের পরে কিছু শিক্ষার্থীদের টিউশনি করাতেন। এ সময় একই এলাকার বাসিন্দা মাদকাসক্ত সাফায়াত শিক্ষক গোলাম রসূল লিটনকে প্রকাশ্যে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পর খুনি শাফায়াত পালিয়ে যাওয়ার সময় রাত সোয়া নয়টায় সদর দক্ষিণ মডেল থানা পুলিশের হাতে আটক হয় শাফায়াত। হত্যার ঘটনার পর এলাকায় কিছুটা থমথমে পরিস্থিতি বিরাজ করলেও খুনি শাফায়াত পুলিশের হাতে আটকের পর জনমতে স্বস্তি ফিরেছে।