৩৫ শতাংশ নারী আসন গণপরিবহণে রাখার দাবি

Looks like you've blocked notifications!

গণপরিবহণে হয়রানি বন্ধ ও নারীদের জন্য ৩৫ শতাংশ আসন সংরক্ষিত রাখার দাবিতে সমাবেশ ও র‌্যালি হয়েছে। আজ শুক্রবার (৮ মার্চ) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সেভ দ্য রোড নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ সমাবেশ করে। 

সমাবেশের সেভ দ্য রোডের প্রতিষ্ঠাতা মোমিন মেহেদীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মহাসচিব শান্তা ফারজানা। তিনি বলেন, নির্মম বাস্তবতা হলো, গণপরিবহণে নারীরা হয়রানির শিকার হচ্ছেন। প্রতিদিন কমপক্ষে শতাধিক নারী নিপীড়িত হচ্ছেন কেবলমাত্র সড়ক পরিবহণ নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায়। আমরা আন্তর্জাতিক নারী দিবসে সব গণপরিবহণে ৩৫ শতাংশ নারী আসন নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী ও সেতুমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি। 

এ সময় সেভ দ্য রোডের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, শ্রমিক নেতা ও মানবাধিকারকর্মী আনিসুর রহমান, সেভ দ্য রোডের ভাইস চেয়ারম্যান সোনিয়া দেওয়ান প্রীতি, বিকাশ রায়, সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিক, রাজনীতিক সেলিম আহমাদ, সমাজসেবক আবদুল্লাহ আল মামুন, মনোয়ারা বেগম প্রমুখ।