ঝিনাইদহে সরকারি গাড়িতে ফেনসিডিল, আটক তিন

Looks like you've blocked notifications!
ঝিনাইদহে ফেনসিডিলসহ জব্দ করা গাড়ি। ছবি : এনটিভি

ঝিনাইদহে সড়ক ও জনপদ অধিদপ্তরের (সরকারি) পাজেরো জিপ গাড়ি তল্লাশি করে ১৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব। এ সময় আটক করা হয়েছে জিপের চালকসহ তিনজনকে। আজ শনিবার (৯ মার্চ) ভোরে সদর উপজেলার মধুপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—সড়ক বিভাগের গাড়িচালক ঢাকার তেজগাঁও কুনিপাড়া এলাকার রমজান হোসেন দেওয়ান (৩০), চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শেনেরহুদা গ্রামের নজর হোসেন (২৫), বড়গুনা জেলার আমতলী উপজেলার গোডাঙ্গা গ্রামের জুবায়ের হোসেন জুয়েল।

র‌্যাব-৬ ঝিনাইদহের কোম্পানি কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে চুয়াডাঙ্গার জীবননগর এলাকায় সরকারি দপ্তরের গাড়িতে ফেনসিডিল বহন করে ঢাকায় নেওয়া হচ্ছে। ভোরে সদর উপজেলার মধুপুর বাজার এলাকায় চেকপোস্ট বসানো হয়। ঢাকা মেট্রো-ঘ ১৫-৭৭২৪ নম্বরের কালো রঙের পাজেরো গাড়িটি থামানো হয়। এ সময় গাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানায় মামলা করার প্রস্তুতি চলছে।