বৃদ্ধাকে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

Looks like you've blocked notifications!
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত ভবন। ছবি : এনটিভি

চট্টগ্রামে এক বৃদ্ধাকে হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ রোববার (১০ মার্চ) দুপুরে চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক বেগম সিরাজাম মুনীরা এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডাদেশ প্রদানকালে এক আসামী কাঠগডায় থাকলেও আরেক আসামি পলাতক। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন ভোলার দৌলতখান থানার চর খলিফা গ্রামের বাসিন্দা মো. রুবেল এবং চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা মো. আব্বাস। তাদের মধ্যে রুবেল পলাতক।

দণ্ডিত আব্বাসকে কারাগারে পাঠানো হয়েছে। চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজের পাবলিক প্রসিকিউটর (পিপি) দীর্ঘতম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

পিপি বলেন, ‘রাষ্ট্রপক্ষের আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায়, আদালত দুজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ফরহাদ হোসেন নামে একজনকে খালাস দেওয়া হয়েছে।

২০১৮ সালের ২৫ মে সকালে সদরঘাট থানার নেভাল ২ এলাকায় প্রতিদিনের মতো হাঁটতে বের হয়েছিলেন মঞ্জু সেন নামের এক বৃদ্ধা। এ সময় রুবেল এবং আব্বাস তাঁকে ধরে পরিত্যক্ত একটি ভবনে নিয়ে গিয়ে মাথায় আঘাত এবং শ্বাসরোধ করে হত্যা করেন। পরে মরদেহ কাথা মুড়িয়ে পাশের ঝোঁপে ফেলে দেন। হত্যার পর পরই তারা বৃদ্ধার মোবাইল ফোন, কানের দুল এবং আংটি ছিনিয়ে নেন। পরে ঝোঁপ থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বৃদ্ধার ছেলে রতন কান্তি সেন একটি হত্যা মামলা করেন। সেই মামলায় রুবেল ও আব্বাস আদালতে স্বীকারোক্তমূলক জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেন। পুলিশ মামলা তদন্ত শেষে আদালতে তিনজনের বিরুদ্ধে ২০১৮ সালের ১১ অক্টোবর অভিযোগপত্র দেয়। ওই অভিযোগপত্রের ভিত্তিতে আদালত অভিযোগ গঠন করে আসামিদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু করেন। রাষ্ট্রপক্ষের ১০ জন এবং আসামিপক্ষের চার সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ  রায় ঘোষণা করেন।