গরু চুরি করে নিয়ে জঙ্গলে জবাই, হরিণের মাংস বলে বিক্রি!

Looks like you've blocked notifications!
গরু চুরি করে নিয়ে জঙ্গলে জবাই করে হরিণের মাংস বলে বিক্রি করছে প্রতারকচক্র। প্রতীকী ছবি

একেতো চুরি, তার উপর আবার বাটপারি। গরু কেটে হরিণের মাংস বলে বিক্রি। প্রতারণার এমন ঘটনায় সবাইকে অবাক করলেও প্রতারকচক্র ঘুরে বেড়াচ্ছেন প্রকাশ্যে। ঘটনাটি রোববার (১০ মার্চ) সকালে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বৌদ্ধমারী গ্রামের। এ ঘটনায় থানায় মামলাও দায়ের হয়েছে। তবে এখনও পর্যন্ত আটক হয়নি এ প্রতারকচক্রের কেউই। 

থানায় দায়ের হওয়া মামলার বিবরণে চিলা ইউনিয়নের বৌদ্ধমারী গ্রামের মো. সফর জমাদ্দারের ছেলে নজরুল জমাদ্দার বলেন, সুন্দরবনের পাশে বসবাস করা তার আয়ের উৎস বলতে একটি মাত্র গাভী। সেটিকে রোববার (১০ মার্চ) সকালে মাঠে ঘাস খাওয়ানোর জন্য ছেড়ে দেন। কিন্তু দুপুরে গিয়ে মাঠে চড়ানো তার সাদা রংয়ের গাভীন গরুটি খুঁজে পাচ্ছিলেন না। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারেন তার গাভীন গরুটি পার্শ্ববর্তী সুন্দরবন ইউনিয়নের মুকুল শেখ (৩৬), বাবুল শেখ (৩৭) ও সাজ্জাক ব্যাপারী চুরি করে সুন্দরবনের ভিতরে নিয়ে জবাই করে হরিণের মাংস বলে বিক্রি করে দিয়েছেন। 

তবে হরিণের মাংস নয়, এটি গরুর মাংস জানাজানি হলে গা ঢাকা দেয় ওই তিন প্রতারক। পরে আজ সোমবার (১১ মার্চ) সকাল থেকে তারা (প্রতারক) আবার এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে জানতে পারেন গরুর মালিক নজরুল জমাদ্দার। নজরুল জমাদ্দার আরও বলেন, এ ঘটনা প্রথমে সে তার ইউনিয়নের চেয়ারম্যান গাজী আকবর হেসেনকে জানালে তিনি থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেন। তার পরামর্শেই গরু চুরির অভিযোগে রোববার (১০ মার্চ) রাতে মুকুল শেখ, বাবুল শেখ ও সাজ্জাক ব্যাপারীকে আসামি করে থানায় মামলা দায়ের করেন তিনি।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি গরু চুরির মামলা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।