অস্ত্র মামলায় শিক্ষক রায়হান শরীফের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর

Looks like you've blocked notifications!
অস্ত্র মামলায় গ্রেপ্তার শিক্ষক রায়হান শরীফ। ছবি : এনটিভি

অস্ত্র মামলায় সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক রায়হান শরীফের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এসময় শিক্ষক রায়হান শরীফ আদালতে উপস্থিত ছিলেন।

আজ সোমবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড শুনানি হয়। শুনানি শেষে বিচারক মোহাম্মদ বিল্লাল হোসাইন পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে অস্ত্র মামলায় শিক্ষক রায়হান শরীফকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইব্রাহিম।

সিরাজগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. মমিনুল ইসলাম সোহেল এতথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৪ মার্চ বিকেলে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক রায়হান শরীফ শ্রেণিকক্ষের ভেতরেই কলেজের তৃতীয় বর্ষের ছাত্র আরাফাত আমিন তমালকে গুলি করেন। এরপর রায়হান শরীফকে ঘরে আটকে রেখেছিলেন শিক্ষার্থীরা। পরে পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়।

এ সময় পড়ে থাকা একটি পিস্তল জব্দ করে পুলিশ। এ ছাড়া তাঁর ব্যাগটিও জব্দ করা হয়। এই ব্যাগের ভেতরে আরও একটি পিস্তল, ৮১টি গুলি, চারটি ম্যাগাজিন, দুটি বিদেশি কাতানা (ছোরা) ও ১০টি অত্যাধুনিক বর্মিজ চাকু জব্দ করা হয়।

এসব অবৈধ অস্ত্র রাখার অপরাধে ডিবি পুলিশ বাদী হয়ে রায়হানের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা করে। এছাড়া আহত শিক্ষার্থী আরাফাত আমিন তমালের বাবা আব্দুল্লাহ আল আমিন বাদী হয়ে তাঁর ছেলেকে হত্যাচেষ্টা অভিযোগ এনে আরেকটি মামলা করেন।

আজ অস্ত্র মামলায় শিক্ষক রায়হান শরীফের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বর্তমানে শিক্ষক রায়হান শরীফ সিরাজগঞ্জ জেলা কারাগারে আটক রয়েছেন।