মুক্তি পেলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

Looks like you've blocked notifications!
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান আজ সোমবার গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলে নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ছবি : এনটিভি

দীর্ঘ এক বছর দুই মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। আজ সোমবার (১১ মার্চ) বিকেল সোয়া তিনটার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।

বিষয়টি নিশ্চিত করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, ২০২২ সালের ১২ ডিসেম্বর যাত্রাবাড়ী থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গ্রেপ্তারের সময় সকল মামলায় জামিনে ছিলেন জামায়াতের আমির। বর্তমানে হাইকোর্টের আদেশে তিনি মুক্তি পেয়েছেন।

জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএন‌পির সঙ্গে জামায়াত যুগপৎ আন্দোলনে যোগ দেওয়ার দুইদিন পর ১২ ডিসেম্বর দিনগত রাত ১টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল তাকে আটক করে। পরদিন ১৩ ডিসেম্বর তাকে যাত্রাবাড়ী থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

শফিকুর রহমানের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। একসময় ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন।