গুম-খুনের শিকার হওয়া নেতাকর্মীদের পরিবারের পাশে আমিনুল হক

Looks like you've blocked notifications!
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক আজ সোমবার রাজধানীর রূপনগর ও পল্লবী এলাকায় গুম হওয়া ব্যক্তিদের বাড়িতে গিয়ে রমজানের উপহারসামগ্রী প্রদান করেন। ছবি : এনটিভি

সরকার বিরোধী আন্দোলনে বিভিন্ন সময় গুম হওয়া ও হত্যার শিকার নেতা-কর্মীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

আজ সোমবার (১১ মার্চ) সকালে রাজধানীর রূপনগর ও পল্লবী এলাকায় বিগত দিনে গুম হওয়া পল্লবী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম, পল্লবী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তারা এবং ২০২২ সালের ৭ ডিসেম্বর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় সামনে পুলিশের গুলিতে নিহত পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মকবুল হোসেনের বাসায় রমজানের উপহার সামগ্রী বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই উপকার সামগ্রী প্রদান করা হয়।

এ সময় আমিনুল হক সরকারের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই এদেশের বিরোধী মতের মানুষকে গুম করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে। ১৯৭৫ সালে বাকশাল গঠনের মধ্য দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা ও গুমের রাজনীতি শুরু করে আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ আবারও গুপ্তপথে ক্ষমতায় এসে তাদের বীভৎস দাঁত দেখাচ্ছে।

আমিনুল হক বলেন, আওয়ামী লীগ শুধু হত্যা, গুম, খুন করেই ক্ষান্ত থাকে না; তারা ভাতেও মারছে। ৭৪ সালে দুর্ভিক্ষ হয়েছে। আর এবারও নীরব দুর্ভিক্ষ নিয়ে এসেছে দেশে। পবিত্র রমজানে খেটে খাওয়া মানুষ, নিম্নবিত্ত ও মধ্যবিত্তের নাভিশ্বাস উঠেছে। তাদের সীমাহীন লুটপাটের কারণে দেশে আজ দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে। এদের হাত থেকে রক্ষা পেতে আন্দোলনের বিকল্প নেই। জনগণের আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে ক্ষমতার মসনদ থেকে টেনে হিচড়ে নামাতে হবে। সেদিন আর বেশি দূর নয়।

এসময়ে তার সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।