নদীতে নেমে নিখোঁজের ২৭ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

Looks like you've blocked notifications!
মাদারীপুর কালকিনি থানা। ফাইল ছবি

মাদারীপুরের কালকিনিতে শ্বশুরবাড়ি বেড়াতে এসে নিখোঁজের ২৭ ঘণ্টা পর মো. সাগর মৃধার (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। উপজেলার রমজানপুর ব্রিজের কাছে পারলদী নদী থেকে আজ সোমবার (১১ মার্চ) তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাগর মৃধা পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার কুয়াকাটা এলাকার ওবায়দুর মৃধার ছেলে।

ভুক্তভোগী পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিহত সাগর মৃধা গত শুক্রবার দুপুরে কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের নুতন টরকী এলাকায় তাঁর শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। গতকাল শনিবার দুপুরে শ্বশুরবাড়ির পাশে পালরদী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হন তিনি।

পরে ফায়ার সার্ভিসের দুটি টিম নদীতে অনেক খোঁজাখুঁজি করেও সাগরের কোনো সন্ধান পায়নি।নিখোঁজের প্রায় ২৭ ঘণ্টা পর আজ সকালে রমজানপুর ব্রিজের নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিসদ (ইউপি) সদস্য জানান, রমজানপুরের নতুন টরকী এলাকার জুয়েল রাঢ়ীর মেয়ে জামাই সাগর মৃধা সাঁতার না জেনে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। আজ নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি দুঃখজনক।

উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. খোকন জমাদার বলেন, ‘নিখোঁজের পর আমরা খবর পেয়ে কালকিনি ও গৌরনদী ফায়ার সার্ভিসের দুটি টিম মিলে উদ্ধার চেষ্টা চালাই।’

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কমৃকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বলেন,  খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।