টাঙ্গাইলে ১০ টাকার বাজারে সাড়া পড়েছিল সুবিধাবঞ্চিতদের

Looks like you've blocked notifications!
টাঙ্গাইলের সুবিধাবঞ্চিত মানুষরা আজ সোমবার জেলা পরিষদের কাছে অবস্থিত বস্তিতে বসানো হয় ১০ টাকার এ বাজার। ছবি : এনটিভি

পবিত্র রমজানের শুরুর আগের দিন মাত্র ১০ টাকায় বাজার করতে পেরে খুশি টাঙ্গাইলের বেশকিছু সুবিধাবঞ্চিত মানুষ। আজ সোমবার (১১ মার্চ) জেলা পরিষদের কাছে অবস্থিত বস্তিতে বসানো হয়েছিল ১০ টাকার এ বাজার।

শিশুদের জন্য ফাউন্ডেশন এবং যুবদের জন্য ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে ব্যতিক্রমী এ বাজারে স্বল্প আয়ের ক্রেতারা ৬০ টাকার বিনিময়ে ৪০০ টাকার পণ্য কিনেছেন। এখানে এক কেজি করে চাল ও মুড়ি, আধা কেজি করে ডাল, পেঁয়াজ, ছোলা ও সয়াবিন তেল কিনে ক্রেতাদের সাশ্রয় হয়েছে অন্তত সাড়ে ৩০০ টাকা। বলতে গেলে এটা শুভেচ্ছা মূল্য ছিল সুবিধাবঞ্চিত ক্রেতাদের জন্য।

বিষয়টি দেখতে সোমবার ভিড় জমায় শহরের অনেক উৎসুক জনতা। মাত্র ১০ টাকার বাজার ছাড়াও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার ও ঈদসামগ্রী দেওয়া হলে অনেক ভালো হতো বলে মনে করেন তারা। 

রমজান উপলক্ষে মাত্র ১০ টাকায় মিলেছে মুড়ি, চাল, ডাল, ছোলা, পেঁয়াজ ও তেল। বস্তির প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত ও খেটে খাওয়া মানুষ এ বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পেরেছেন। জেলা সদর বস্তির স্বপ্নপূরী স্কুল প্রাঙ্গণে সকাল থেকে ভিড় জমে খেটে খাওয়া মানুষদের। তারা সবাই ১০ টাকার রমজান বাজারের ক্রেতা।

সুজন নামের ক্রেতা বলেন, জিনিসপত্রে যে দাম তাতে বাজারে যাওয়া কঠিন হয়ে পড়েছে। এ পর্যায়ে ১০ টাকা করে জিনিস কিনতে পেরে আমরা খুশি।

মর্জিনা বেগম বলেন, আমার মতো অনেক গরিব মানুষ এই বাজারের মাধ্যমে উপকৃত হবে। বিত্তবানরা এগিয়ে এলে মাঝে মাঝে এ ধরনের বাজার বসানো সম্ভব।

১০ টাকার রমজান বাজারের উদ্যোক্তা ও সংগঠনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ জানান, পবিত্র রমজানের আগের দিন সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতেই এ ধরনের উদ্যোগ নিয়েছিলাম। এতে পণ্যগুলোতে ভর্তুকি দেওয়া হয়েছে। একজন ক্রেতার ৩২০ থেকে সাড়ে তিনশ টাকা সাশ্রয় হয়েছে। ঈদ উপলক্ষেও ১০ টাকায় ঈদ বাজার আয়োজন করার পরিকল্পনা রয়েছে।