আদালতের গারদে ৩০ মামলার আসামির জন্মদিন পালন!

Looks like you've blocked notifications!
নরসিংদীতে আদালতের গারদখানায় বসে কেকে কেটে জন্মদিন পালন করছেন হত্যাসহ ৩০ মামলার আসামি। ছবি : ফেসবুক থেকে

নরসিংদীতে আদালতের গারদখানায় বসে কেকে কেটে জন্মদিন পালন করেছেন হত্যাসহ ৩০ মামলার আসামি। গত ৫ মার্চ গারদখানায় জন্মদিন পালনের এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে।

এই আসামি হলেন নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি ছিদ্দিকুর রহমান নাহিদ। শুধু জন্মদিন পালনই নয়, মোবাইল ফোনে বিভিন্ন ব্যক্তির সঙ্গে তাঁকে কথা বলতেও দেখা গেছে। তিনি ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক হত্যা মামলাসহ ৩০ মামলার আসামি। ওই দিন একটি মামলায় হাজিরা দিতে কারাগার থেকে তাঁকে আদালতে আনা হয়। ওই সময় তাঁকে আদালতের গারদে রাখা হলে একাধিক ছাত্রনেতা কেক নিয়ে সেখানে আসেন এবং কেক কেটে জন্মদিন পালন করেন।

আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বেষ্টনিতে এমন আয়োজনে মর্মাহত মামলার বাদী আলতাফ হোসেন।

এদিকে পুলিশের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। তাঁরা বলছেন, আদালতের গারদে যদি আসামি জন্মদিন পালন করতে পারে তাহলে বাড়ি আর আদালতের মধ্যে কোনো পার্থক্য রইল না। নিঃসন্দেহে এখানে দায়িত্বে অবহেলা রয়েছে। যা সমাজে বিরুপ প্রভাব ফেলবে।

আইনবিদরা বলছেন, সরকারি নিরাপত্তা সেল গারদে আসামির জন্মদিন পালনের সুযোগ নেই।

তবে আদালতের গারদে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জানিয়েছেন মামলার আসামি বা অভিযুক্তরা ছাড়া গারদে যাওয়া সর্ব সাধারণের নিষেধ। তবে সেদিন কীভাবে আসামি গারদের ভেতরে জন্মদিন পালন করলেন সেই উত্তর দিতে পারেননি তাঁরা।

গারদে আসামির জন্মদিন পালনের ঘটনায় পুলিশের পক্ষ থেকে তিন সদস্যবিশিষ্ট কমিটি করা হয়েছে। প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) অর্নিবান চৌধুরী।