কুষ্টিয়ায় দাফন সাংবাদিক অভিশ্রুতির মরদেহ

Looks like you've blocked notifications!
কুষ্টিয়ায় নিজ বাড়িতে সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী ওরফে বৃষ্টি খাতুনের মরদেহ। ছবি : এনটিভি

বেইলি রোড ট্র্যাজেডিতে নিহত সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী ওরফে বৃষ্টি খাতুনের মরদেহ তাঁর নিজ বাড়ি কুষ্টিয়ায় দাফন করা হয়েছে। আজ সোমবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টায় মরদেহ দাফন করা হয়।

এর আগে রাত সোয়া ৮টায় অ্যাম্বুলেন্সে অভিশ্রুতি শাস্ত্রী ওরফে বৃষ্টি খাতুনের মরদেহ নিজ এলাকা  বনগ্রাম  পশ্চিমপাড়ায় এসে পৌঁছে। এ সময় তাঁর বাড়ি ও আশপাশ এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিলাপ করতে থাকেন মা বিউটি বেগম, বাবা সাবরুল আলম সবুজ ওরফে সবুজ শেখ,  দুই বোন বর্ষা ও ঝর্ণাসহ আত্মীয়স্বজন ও এলাকাবাসী। 

এদিকে বৃষ্টি খাতুনের মরদেহ  নিজ  বাড়িতে পৌঁছানোর আগে আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের কর্মকর্তারা সতর্ক অবস্থান নেন।

উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা, উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল আক্তার, খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আননুন জায়েদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কুষ্টিয়া থেকে বড় হওয়ার স্বপ্ন নিয়ে পড়াশোনা করতে ঢাকায় গিয়েছিলেন অভিশ্রুতি ওরফে বৃষ্টি খাতুন। পরে পড়াশোনার পাশাপাশি করতেন সাংবাদিকতাও। কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে দেয়নি বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ড। গত ২৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতে অগ্নিকাণ্ডে নিহত হন তিনি। ডিএন পরীক্ষা শেষে আজ দুপুরে তাঁর মরদেহ মা-বাবার কাছে হস্তান্তর করা হয়। তার পরিচয় জটিলতায় নিথর মরদেহটি ১১ দিন পড়ে ছিল হাসপাতালের হিমঘরে।