এনইসিতে এডিপি সংশোধনের প্রস্তাব অনুমোদন

উন্নয়ন বরাদ্দ কমল ১৮ হাজার কোটি টাকা

Looks like you've blocked notifications!
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় অনুষ্ঠিত হয়। ছবি : পিআইডি

চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। সংশোধনের পর এডিপির আকার চূড়ান্ত করা হয়েছে দুই লাখ ৪৫ হাজার কোটি টাকা। এতে বরাদ্দ কমেছে প্রায় ১৮ হাজার কোটি টাকা। 

আজ মঙ্গলবার (১২ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত এডিপি অনুমোদন দেওয়া হয়। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। 

এনইসি সূত্র জানিয়েছে, গত জাতীয় বাজেটে বরাদ্দ পাওয়া অর্থ মন্ত্রণালয়গুলো যথাসময়ে ব্যয় করতে না পারায় এডিপির আকার কাটছাঁট করতে হয়েছে। কাটছাঁটের পর আরএডিপির আকার দাঁড়িয়েছে দুই লাখ ৪৫ হাজার কোটি টাকা। মূল এডিপির আকার ছিল দুই লাখ ৬৩ হাজার কোটি টাকা।