সরকারের রাজকোষ শূন্য হয়ে গেছে : ড. মঈন খান

Looks like you've blocked notifications!
সদ্য কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর বাসায় তার খোঁজ-খবর নিতে গিয়ে আজ বুধবার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি : এনটিভি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের রাজকোষ শূন্য হয়ে গেছে।

সদ্য কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর বাসায় তার খোঁজ-খবর নিতে গিয়ে আজ বুধবার (১৩ মার্চ) সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঈন খান এ সব কথা বলেন।

এসময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের ওমর ফারুক মুন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ খোঁজ খবর নেওয়ায় তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান রফিকুল আলম মজনু।

ড. আবদুল মঈন খান বলেন, সাংঘর্ষিক রাজনীতি আজকে বাংলাদেশকে কোথায় নিয়ে গিয়েছে, সেটা কিন্তু আপনারা দেখেছেন, তার পরিণতি কি হয়েছে। সরকার ভাবছে তারা খুব লাভবান হয়েছে, সরকার তো ক্ষমতায় আছে, তা তো আমরা দেখতেই পাচ্ছি। গায়ের জোর তো ক্ষমতায় থাকাই যায়। এভাবে ক্ষমতায় থাকা যাবে না কেনো? হাতে যদি বন্দুক থাকে, টিয়ারগ্যাস থাকে, জলকামান থাকে, তবে ক্ষমতায় কেনো থাকব না? তারা ক্ষমতায় আছে এইভাবে। তারা কি জনগণের ভালোবাসায় ক্ষমতায় আছে, জনগণের ভোটে ক্ষমতায় এসেছে?

মঈন খান বলেন, সরকার বুলেট ও বন্দুকের জোরে যা খুশি করছে, আমরা নীরব ভূমিকা পালন করছি। আমরা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি।

গায়ের জোরে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে আমরা সেই নীতিতে বিশ্বাসী নই জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ক্ষমতাসীনরা মুখে বলে স্বাধীনতার পক্ষের শক্তি, কাজে করে উল্টোটা। সেই রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না।

৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন হয়েছে জানিয়ে মঈন খান বলেন, সারা বিশ্বের মিডিয়া তা দেখছে ও রিপোর্ট করেছে। প্রত্যেককে বলেছে- এখানে কোনো নির্বাচন হয়নি। এখানে একটা নির্বাচনের তামাশা হয়েছে।

সরকারের রাজকোষ শূন্য মন্তব্য করে মঈন খান বলেন, দেশের সকল অর্থনীতি আজ ফোকলা হয়ে গেছে। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করছে।