মুক্তিপণ চেয়ে জলদস্যুরা এখনও যোগাযোগ করেনি : পররাষ্ট্র মন্ত্রণালয়

Looks like you've blocked notifications!
পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি : এনটিভি

ভারত মহাসাগরের সোমালিয়ায় জলদস্যুর হতে আটক হওয়া বাংলাদেশী জাহাজ এমভি আব্দুল্লাহ এবং এর নাবিকদের মুক্তি দিতে কেউই এখনো মুক্তিপণ চায়নি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) জাহাজ ও এর নাবিকদের উদ্ধারের বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম এ তথ্য জানিয়েছেন।

জাহাজের অবস্থান সম্পর্কে খুরশেদ আলম বলেন, আমাদের কাছে যতটুকু তথ্য আছে তাতে এটা পরিস্কার যে, এই জাহাজটি উচ্চ ঝুঁকিপূর্ণ সীমানা দিয়ে যায়নি। জলদস্যুরা আগে থেকেই অপেক্ষায় ছিল। জাহাজটি দখলে নেওয়ার পর তারা সেটি নিয়ে সোমালিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে আজকে ভোর নাগাদ সোমালিয়ার কাছাকাছি নোঙর করেছে।

এক প্রশ্নের জবাবে সচিব বলেন, দস্যুদের সঙ্গে আমাদের সরাসরি কোনো যোগাযোগ হয়নি। তারাও যোগাযোগ করেনি। তাদের কি দাবি দাওয়া, সে বিষয়ে আমরা এখনও কিছু জানি না। তারা কোনো মুক্তিপণও দাবি করেনি।