একপশলা বৃষ্টিতে স্বস্তি

Looks like you've blocked notifications!
বৃষ্টির সময় আজ বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তান থেকে তোলা ছবি ফোকাস বাংলার

রাজধানীসহ দেশের তাপমাত্রা দিনদিন বাড়ছে। বিশেষ করে দুপুর থেকে সূর্য ডোবার বেশ কিছুক্ষণ পর পর্যন্ত অস্বস্তির মধ্যে সময় পার করছে রাজধানীবাসী। এরইমধ্যে পবিত্র রমজান মাসের সিয়াম সাধনা করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এমন এক সময়ে আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) দেখা মিলল বৃষ্টির। রৌদ্রোজ্জ্বল দিনে দুপুরের আকাশ হঠাৎ ঢেকে যায় মেঘে। এরপর একপশলা বৃষ্টি স্বস্তি এনে দেয়ে নগরবাসীর মনে। 

আজ বেলা দুটোর দিকে হঠাৎই রাজধানী ঢাকার আকাশ মেঘে ছেয়ে যায়। এরপর প্রথমে হালকা ধারায় নামে বৃষ্টি। এর কয়েক মিনিটের  মধ্যে ঝুম বরসা নামে। এ সময় বৃষ্টিতে ভিজতে দেখা যায় অনেককে। ভিজতে ভিজতে পথ চলতে দেখা যায় অনেককে। যেন স্বস্তি নেমে এসেছে তাদের মনে।

আজিমপুরের শায়লা খাতুন (১৭) জানান, গরমের মধ্যে রোজা চলছে। তার মধ্যে বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। ভালোই লাগছে। কারওয়ান বাজার থেকে বাংলামোটরের দিকে হাঁটছিলেন আর ভিজছিলেন শামীম। তিনি শিক্ষার্থী। বলেন, ‘হালকা গরম পড়ছিল বেশ কয়েকদিন ধরে। এরমধ্যে আজ হঠাৎ বৃষ্টি। বৃষ্টি গায়ে মেখে দেখছি। মেখে দেখছি বলতে, ভিজতে যতটা বৃষ্টি দরকার, তেমনটা পাইনি। আগেই হয়ে গেছে, আমি পেয়েছি শেষটুকু। তাই মাখছি।’

গুলিস্তানে ছাতার নিচে করে যাচ্ছিলেন রবিন ও সাজ্জাদ। জানান, হঠাৎ বৃষ্টিতে ভালোই লাগছে। গরমের মধ্যে শীতলতা।