মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র

Looks like you've blocked notifications!

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান ও তার স্ত্রী মাফরুহা আঞ্জুম চৌধুরীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) দুদকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম জানান, ২০২৩ সালের জানুয়ারি মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান ও তার স্ত্রী মাফরুহা আঞ্জুম চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে দুদক। দীর্ঘ তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মো. জাকিউল আলম কমিশনে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। কমিশন প্রতিবেদন পর্যালোচনা করে দুর্নীতি দমন কমিশন আইন ও বিধিমালা অনুযায়ী আদালতে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেন।