১২-১৩ মে ঢাকায় বিমসটেকের বৈঠক

Looks like you've blocked notifications!
ছবি : ইউএনবির প্রতিবেদন থেকে নেওয়া

বিমসটেকের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে এমিনেন্ট পারসনস গ্রুপের (ইপিজি) তৃতীয় বৈঠক আগামী ১২-১৩ মে ঢাকায় অনুষ্ঠিত হবে। বৈঠকে বিমসটেক নেতাদের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে ইপিজি।

এর আগে গত ১১-১২ মার্চ ঢাকার বিমসটেক সচিবালয়ে ইপিজির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন বিমসটেকের বর্তমান চেয়ারম্যান থাইল্যান্ডের ইপিজি সদস্য ডক্টর সুনথর্ন চাইনদিপম। বৈঠকে ছয়টি বিমসটেক সদস্য রাষ্ট্রের ইপিজি সদস্যরা অংশ নেন। বিমসটেকের মহাসচিব ইন্দ্র মণি পান্ডের নেতৃত্বে ইপিজির আলোচনা অনুষ্ঠিত হয়।

বিমসটেক-২০৩০ এজেন্ডা অনুযায়ী একটি সমৃদ্ধ ও উন্নত বঙ্গোপসাগর অঞ্চল গড়তে বিমসটেকের সংস্কার ও পুনর্গঠনের সুপারিশ করার লক্ষ্যে সংস্থাটির প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াসহ কাঠামো নিয়ে কাজ করছে ইপিজি। 

দুই দিনের বৈঠকে বিমসটেকের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনার সময় প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ কাঠামোর পাশাপাশি বিমসটেকের বাহ্যিক সম্পর্ক এবং সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করে ইপিজি।

এর আগে চলতি বছরের ২৫ জানুয়ারি ঢাকায় প্রথম বৈঠক হয়।