ছাত্রলীগকর্মীর গুলিতে ছাত্রদলকর্মী নিহত

Looks like you've blocked notifications!
কুমিল্লার শাসনগাছায় আধিপত্য বিস্তারের জেরে ছাত্রলীগকর্মীর গুলিতে নিহত ছাত্রদলকর্মী জামিল হাসান অর্ণবের মরদেহ ঘিরে আজাজারি। ছবি : এনটিভি

কুমিল্লা শাসনগাছায় আধিপত্য বিস্তারের জেরে ছাত্রলীগকর্মীর গুলিতে ছাত্রদলকর্মী জামিল হাসান অর্ণব (২৭) নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার (১৫ মার্চ) বেলা আড়াইটায় শাসনগাছা মধ্যপাড়ায় আবুল কাশেম গং ও মোলা বাড়ির রাব্বি ও সাক্কু গংয়ের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত অর্ণব শাসনগাছা মধ্যপাড়ার আজহার মিয়ার ছেলে। তিনি শাসনগাছা বাস টার্মিনালের সততা বাস সার্ভিসের ম্যানেজার এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখার শিক্ষার্থী। এ ঘটনায় শাসনগাছা এলাকার নাজমুল জামান অনিকের (২৮) ডানপায়ে গুলি লেগেছে। এ ছাড়া নুরুল আফসার মোহনের (২২) পিঠে এবং নাজমুল হাসানের (২৬) হাতের নিচে, আরেকজনের কোমরে গুলি লেগেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ জুমার নামাজের পর শহরতলী শাসনগাছা বাস টার্মিনালে সততা বাস সার্ভিসে কর্মরত অবস্থায় নিহত অর্ণবকে একই এলাকায় ছাত্রলীগকর্মী রাব্বি ও আলাউদ্দিন এসে প্রকাশ্যে গুলি করে। পরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অর্ণবকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের  সভাপতি নাদিমুর রহমান শিশির বলেন, অর্ণব আমাদের কর্মী, অর্ণব  সাংগঠনিকভাবে দুর্বল থাকায় তাঁকে হত্যা করা হয়েছে। এবারের কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে তাঁর নাম বিবেচনায় রাখা হয়েছিল।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।