হাসপাতালে আফরোজা আব্বাস

Looks like you've blocked notifications!
মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। ফাইল ছবি

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস গুরুতর আহত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে ওজু করতে গিয়ে বাথরুমে পা পিছলে মেঝেতে পড়ে গুরুতর আহত হন তিনি। এতে তার ডান হাত ভেঙে যায়। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

এভারকেয়ার হাসপাতালের অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. এম আলীর নেতৃত্বে একদল চিকিৎসক আফরোজা আব্বাসের হাতে দুই ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার করেন। বর্তমানে তিনি অধ্যাপক ডা. শাহবুদ্দিন তালুকদার ও অধ্যাপক ডা. এম আলীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আফরোজা আব্বাসের পরিবারের পক্ষ থেকে দলীয় নেতাকর্মী, মহিলা দলের সব পর্যায়ের নেতাকর্মী এবং দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন স্বামী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

গত কয়েকমাস আগে আফরোজা আব্বাস পা পিছলে পড়ে যান। এ সময় তার পা ভেঙে যায়।