ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই আর নেই

Looks like you've blocked notifications!
আব্দুল হাই। ফাইল ছবি

ঝিনাইদহের বর্ষিয়ান রাজনীতিবিদ, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল হাই মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (১৬ মার্চ) সকাল ৬টার দিকে ব্যাংককের বামরুণগাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। থাইল্যান্ড থেকে আসনটির পাঁচবারের সংসদ সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ব্যক্তিগত সহকারী শহিদুল ইসলাম।

সর্বশেষ ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেন আব্দুল হাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরপরই তিনি নিউমোনিয়া ও লিভার সংক্রান্ত জটিলতায় ঢাকার ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে নেওয়া হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আব্দুল হাই ১৯৬৮ সালে তৎকালীন ঝিনাইদহ মহকুমা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৬৯ সালে তৎকালীন বেসরকারি কেশবচন্দ্র মহাবিদ্যালয় (বর্তমান সরকারি কেসি কলেজ) ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। ওই বছর তিনি বৃহত্তর যশোর জেলা ছাত্রলীগের সহসভাপতি নির্বাচিত হন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে যুদ্ধে অংশগ্রহণ করেন এবং ঝিনাইদহে স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলন করেন তিনি। দেশ স্বাধীনের পর ঝিনাইদহ মহকুমা যুবলীগের আহ্বায়ক ও ১৯৭৩ সালে যুবলীগের মহকুমা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক হন। রাজনীতিতে আরও শক্ত অবস্থান গড়ে তোলেন। ১৯৯৬ সালে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এর আগে ১৯৮৭ সালে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পরবর্তীতে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কাউন্সিলে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০১ সালে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক নির্বাচিত হন। ২০০৫ সালে জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল হাই। ২০১২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরের বছর ২০১৫ সালে দ্বিতীয়বারের মতো জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন এবং ২০১৮ সালের জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে একাদশ সংসদ নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২২ সালে তৃতীয়বারের মতো জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে গোটা অঞ্চলে শোক বিরাজ করছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ-২ আসনের সতন্ত্র সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহিদী মহুল, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, সহসভাপতি মো. নজরুল ইসলাম দুলাল বিশ্বাস, ঝিনাইদহ জেলা প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আহমেদ নাসিম আনসারী, সিটিজেন ফোরমের সমন্বয়ক ফজলুর রহমান খুররমসহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজিক সংস্কৃতিক সংগঠনের পক্ষ শোক প্রকাশ করে সদ্য প্রয়াত সংসদ সদস্য আব্দুল হাইয়ের আত্মার মাগফেরাত কামনা করেছেন।