মুন্সীগঞ্জে ১০ টাকার ইফতার বাজার

Looks like you've blocked notifications!
মুন্সীগঞ্জে ১০ টাকায় ইফতার সামগ্রী সংগ্রহ করছেন নিম্ন আয়ের মানুষ। ছবি : এনটিভি

স্টলে স্টলে সাঁজানো রকমারি ইফতার পণ্য। দূর-দূরান্ত থেকে আসা নিম্ন আয়ের নারী-পুরুষ সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে স্টলের অপেক্ষা করছেন ইফতার সামগ্রীর জন্য। আর সেই স্টল থেকে শত শত নারী-পুরুষ তাদের ইফতারি পণ্য কিনে নিচ্ছেন মাত্র ১০ টাকায়। যেখানে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে ইফতার পণ্য সাধারণ মানুষের সাধ্যের বাইরে, সেখানে মাত্র ১০ টাকায় আট প্রকারের ইফতার পণ্য কিনতে পেরে সাধ পূরণের জায়গা খুঁজে পেলেন। এই রমজানে পণ্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস পরিস্থিতি থেকে যেন কিছুটা হলেও হাফ ছেড়ে বাঁচেন ওই সব সাধারণ মানুষ।

আজ শনিবার (১৬ মার্চ) সকালে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া মাঠে ১০ টাকার ইফতার বাজারে এমনই চিত্র মিলেছে। আর এ ইফতার বাজারের আয়োজন করে ‘বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন’। এদিন ৩০০ নারী-পুরুষের মাঝে এ ইফতার পণ্য তুলে দিয়েছে স্বেচ্ছাসেবী এ সংগঠনটি।

এদিকে, সকাল সাড়ে ৭টার দিকে ইফতার বাজারে নারী-পুরুষের ঢল নামে। খবর পেয়ে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন তারা। এরপর সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ইফতার বাজারের স্টল থেকে স্টলে ঘুরে কেনেন পণ্য। মাত্র ১০ টাকার বিনিময়ে তারা কিনেছেন এক লিটার সয়াবিন তেল, এক কেজি চিড়া, এক কেজি চিনি, এক কেজি বুট, এক কেজি ডাল, এক কেজি মুড়ি, এক কেজি পেঁয়াজ ও আধা কেজি খেজুর।

ইফতার পণ্য কিনতে পেরে তৃপ্তির ঢেকুর তুললেন রহিমা খাতুন (৬৫) নামে এক নারী। কামারখাড়া গ্রামের এ নারী বলেন, ‘ তেল, পেঁয়াজ, চিনি, মুড়িসহ কত কিছু পাইলাম ১০ টাকায়। বাজারে কিনতে গেলে কি এ টাকায় এসব পাইতাম! আল্লাহ অগো ভালো রাখুক।’

একই গ্রামের সালমা আক্তার (৩৮) বলেন, ‘বাজারে জিনিস পত্রের অনেক দাম। রোজা আসামাত্র সেই দাম আরও বাড়ছে। ১০ টাকায় আট পদের ইফতার কিনতে পেরে ভালো লাগছে।’

সামছু মিয়া বলেন, ‘১০ টাকায় যেসব জিনিসপত্র কিনতে পেরেছি, তা বাজারে কিনতে গেলে দাম পড়বে হাজার টাকা। যারা কম টাকায় ইফতার পণ্য দিল, তাদের দোয়া করি।’

আয়োজক সংগঠন বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি আবু বক্কর সিদ্দিক হিরা বলেন, ‘আল্লাহ যতদিন সামর্থ্য দেবে, ততদিন এ আয়োজন করে যাব। এ বছর রোজায় ১০ টাকায় ৩০০ নারী-পুরুষের মাঝে ইফতার সামগ্রী তুলে দিতে পেরেছি। আগামীতে আরও বড় আয়োজন করার চেষ্টা থাকবে।’