জামালপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

Looks like you've blocked notifications!
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ শনিবার জামালপুরের বানিয়াবাজার ও স্টেশনবাজারে অভিযান পরিচালিত করে। ছবি : এনটিভি

জামালপুরে অভিযানে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শনিবার (১৬ মার্চ) বিকেলে তারা একটি ফার্মেসি ও একটি মুদি দোকানকে জরিমানা করেছে। শহরের বানিয়াবাজার ও স্টেশনবাজারে এ অভিযানে ওই দুই প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। 

জামালপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আরিফুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন। তিনি জানান, অভিযানে বানিয়াবাজারের একটি ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকায় দুহাজার টাকা এবং একটি মুদি দোকানে মূল্য তালিকা না থাকায় তিন হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বিভিন্ন ফলের দোকান, ফার্মেসি, মুদি দোকান মালিককে মূল্য তালিকা প্রদর্শন ও ন্যায্য মূল্যে পণ্য বিক্রির জন্য নির্দেশনা দিয়ে সতর্ক করা হয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে জেলার জ্যেষ্ঠ কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ এনামুল হকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।