গোপালগঞ্জে রমজানে মূল্য অবহিতকরণ সভা ও বাজার মনিটরিং

Looks like you've blocked notifications!
আজ শনিবার দুপুরে গোপালগঞ্জ বড় বাজারে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সাথে কৃষি বিপণন অধিদপ্তরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি

গোপালগঞ্জে কৃষি বিপণন অধিদপ্তর নির্ধারিত ২৯ পণ্যের মূল্য অবহিতকরণ মতবিনিময় সভা ও বাজার তদারকি করেছে কৃষি বিপণন অধিদপ্তর। আজ শনিবার (১৬ মার্চ) দুপুরে গোপালগঞ্জ বড় বাজারে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সাথে কৃষি বিপণন অধিদপ্তরের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এর আগে কৃষি বিপণন অধিদপ্তর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ঘুরে তাদের কৃষি বিপণন অধিদপ্তরের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির পরামর্শ দেন ও মনিটরিং করেন।

গোপালগঞ্জ জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. আরিফ হোসেনের সভাপতিত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান, ক্যাবের জেলা কমিটির সভাপতি আমজাদ হোসেন, বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি দাউদ আলী শেখ, আরৎদার কমিটির সাধারণ সম্পাদক বাচ্চু শিকদার, ব্যবসায়ী সোবহান সরদার প্রমুখ বক্তব্য দেন।