সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ‘ডাকাত দলের’ পাঁচ সদস্য গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
ডাকাতির প্রস্তুতির অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে পাঁচ যুবক গ্রেপ্তার। ছবি : এনটিভি

ডাকাতির প্রস্তুতির অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৬ মার্চ) দুপুরে এতথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) অমৃত সূত্রধর।

গ্রেপ্তারকৃতরা হলেন উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা ভাগলগছী গ্রামের মো. সুজন মিয়া ওরফে সোহেল (৩১), বেলকুচি উপজেলার মো. জুবায়ের হোসেন পারভেজ (৩০), সিরাজগঞ্জ সদর উপজেলার রায়পুর পশ্চিমপাড়া গ্রামের মো. হাফিজুল ইসলাম ওরফে হাসু (২৯), উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা পারকুল গ্রামের মো. আবু বক্কর সিদ্দিক (২০) এবং একই গ্রামের মো. মনিরুজ্জামান (২৫)।

অমৃত সূত্রধর আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শুক্রবার রাত তিনটার দিকে উল্লাপাড়া সদর ইউনিয়নের গজারিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের পিভিসি ইট ভাটার পাশে ডাকাতি করার উদ্দেশে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে একদল ডাকাত অবস্থান নিয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টা করলে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।