বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি ও পণ্য খালাশ বন্ধ

Looks like you've blocked notifications!
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় কয়েক হাজার পণ্যবোঝাই ট্রাক আটকে আছে বন্দর এলাকায়। ছবি : এনটিভি

বেনাপোল স্থলবন্দর দিয়ে আজ রোববার (১৭ মার্চ) সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সব ধরনের মালামাল খালাশ বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার।

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার রবীন্দ্র সিংহ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আজ বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। আগামীকাল সোমবার সকাল থেকে পুনরায় সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে। তবে দুই পাড়ে টানা তিন দিনের বন্ধে কয়েক হাজার পণ্যবোঝাই ট্রাক আটকে আছে বন্দর এলাকায়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে। আজ সকাল থেকে বিকেলে পর্যন্ত পাঁচ হাজার যাত্রী ভারতে গমনাগমন করেছে।