পাঁচ টাকায় মই দিয়ে ডিভাইডার পার, ভিডিও ভাইরাল

Looks like you've blocked notifications!
পাঁচ টাকায় বিনিময়ে মই দিয়ে ডিভাইডার পার হচ্ছেন পথচারী। ফেসবুকে ভাইরাল ভিডিও থেকে নেওয়া ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মই দিয়ে ডিভাইডার পার হচ্ছেন পথচারীরা। বিনিময়ে গুণতে হচ্ছে পাঁচ টাকা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আজ রোববার (১৭ মার্চ) খোঁজ নিয়ে জানা যায়, এমন ঘটনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে।

সওজের সূত্রমতে, যত্রতত্র রাস্তা পারাপার বন্ধ করতে ও দূরপাল্লার যানবাহনগুলো সরাসরি যাতে ঢাকায় যেতে পারে সেজন্য চার লেনের ঢাকামুখী সড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজ থেকে কুয়েতপ্লাজা এলাকা পর্যন্ত উঁচু ডিভাইডার দিয়ে দুই লেন বিভক্ত করে দেওয়া হয় গত বছরের মাঝামাঝি সময়ে। এতদিন দূরপাল্লার লেন থেকে আঞ্চলিক লেনে যাত্রীদের চলাচলের জন্য সওজ কার্যালয়ের সামনে একটি গেট খোলা রাখা হলেও বিগত দুই মাস আগে তা বন্ধ করে রেখেছে সওজ কর্তৃপক্ষ। এর ফলে গত দুইমাস ধরেই যাত্রীরা এভাবেই ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। এই সুযোগে এমন পন্থায় যাত্রী পারাপার করে বিনিময়ে যাত্রীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এর নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন, এর আগেও একাধিকবার এভাবে মই বসিয়ে যাত্রী পারাপার করা হয়েছিল। পরে আমরা আনসার দিয়ে মইগুলো জব্দ করি। বিষয়টি নিয়ে আমরা হাইওয়ে পুলিশের সঙ্গে একাধিকবার কথা বলেছি। আমরাও পুলিশের পক্ষ থেকে একাধিকবার পরিবহনগুলোকে সার্ভিস লেন দিয়ে চলাচলে বাধ্য করার চেষ্টা করেছি, কিন্তু তাতে সুফল আসছে না।